লালনের গানের মুগ্ধ শ্রোতা রবীন্দ্রনাথ। তাঁর গান সংগ্রহ করেছেন। রবীন্দ্রনাথের সঙ্গে লালনের দেখা হয়েছিল কি ? লালনের সঙ্গে হয়তো রবীন্দ্রনাথ নয়, জ্যোতিরিন্দ্রনাথের দেখা হয়েছিল। তাতে কী ? লালনের গান ও জীবনভাবনা রবীন্দ্রনাথের মনে গভীর প্রভাব ফেলেছিল। ‘লালন ফকির-’এর মধ্যে ‘মুসলমান হিন্দু জৈন মত-সকল’ যে ‘একত্র’ হয়েছে, রবীন্দ্রনাথ তা জানতেন।