ফ্ল্যাপে লিখা কথা
ভাস্কর রাসা , নামেই যার পরিচয়। অনুসন্ধিৎসু দৃষ্টি, ভরাট কণ্ঠ ও ঝাঁকড়া চুলের অধিকারী আত্নপ্রত্যয়ী এই শিল্পী পঞ্চাশোর্ধ বয়সেও তারুণ্যে দীপ্ত। নিয়মিত যোগব্যায়াম করেন। মূলত ভাস্কর হলেও বহুমুখি তাঁর বিচরণ। চিত্রকলা, টেরাকোটা, মুরাল ইত্যাদি প্রায় সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। এছাড়া অভিনয় ও মডেলের কাজ করেছেন বেশ কিছু নাটক ও ফ্যাশন প্রতিষ্ঠানে। কৈশোরকাল থেকেই স্বভাব শিল্পী। ১৯৭৫ সালে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিক চর্চার মধ্যদিয়ে ১৯৮১ সালে তাঁর ‘ক্যান্সার’ শিরোনামেরর ভাস্কর্যটি পঞ্চম জাতীয় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে পুরস্কার লাভ করে।