নোবেল বিজয়ী অমর্ত্য সেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, কথাশিল্পী হাসান আজিজুল হক, প্রফেসর ইমেরিটাস ড. বরুণকুমার চক্রবর্তী, বহুমাত্রিক কৃতবিদ্য পুরুষ ড. মুহাম্মদ ফজলুল হক, গবেষক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, বিদ্যার্ণব এ. এস. এম. কামাল উদ্দিন, কবি মহাদেব সাহা, কবি মুহাম্মদ নুরুল হুদা, কবি অনীক মাহমুদ, অভিনেতা-লেখক খায়রুল আলম সবুজ, শিক্ষাবিদ প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখাসহ আরও কত বিশিষ্ট জন এ গ্রন্থের প্রসঙ্গ হয়ে উঠেছেন। প্রতিদিনের জীবনে কতকিছুই তো ঘটে। কতজনের সঙ্গে দেখা বা কথা হয়। প্রতিদিনের এই ছুটে চলার ভেতরেই জীবনের প্রকৃত অর্থ নিহিত। এর ভেতরেই ভালো লাগা, খারাপ লাগা, আবার এমন কিছু ঘটে যায় যা সারাজীবনের বড় সঞ্চয় সম্পদও বলা যেতে পারে। কিন্তু ক’জনই বা পারেন রকিবুল হাসানের মতো এসব প্রেক্ষিত তুলে আনতে।