টিপু, মিজান, বখতিয়ার, জাহিদ, ইসমাইল, পিকলু, লাবণী ও নীলাঞ্জনা সহপাঠী। নিজ উদ্যোগে ওরা গড়ে তুলেছে ডিকেটটিভ কাব। সকলে মিলে ঠিক করল ফেয়ারওয়েলের দিন স্কুলে একটি নাটক মঞ্চায়ন করবে। কিন্তু নাটকের খাতাটি এক সময় হারিয়ে যায়। খাতাটি উদ্ধারের চেষ্টায় নেমে পড়ে সবাই। শুরু হয় শ্বাসরুদ্ধকর অভিযান। অনুসন্ধান করে ওরা পরে জানতে পারে হাতকাটা গনি ডাকাতই খাতাটি নিয়ে গেছে। নাটকের খাতাটি উদ্ধার করার জন্য জঙ্গলের পোড়াবাড়িতে গেলে গনি ডাকাত ওদেরকে আটকে ফেলে। সাহস এবং কৌশলের মাধ্যমে গনি ডাকাতকে পরাস্ত করে নাটকের খাতাটি উদ্ধার করতে সক্ষম হয় এই ক্ষুদে ডিটেকটিভের দল।
জন্ম ৩ রা জুলাই ১৯৭৩ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে। পেশা সাংবাদিকতা। বর্তমানে দেশের একটি জনপ্রিয় দৈনিক পক্রিকায় কর্মরত। মানুষের মনোজগৎকে তিনি জীবন্তভাবে ফুটিয়ে তোলেন তার লেখা উপন্যাস ও গল্পের চরিত্রগুলোতে। তিনি শিশু-কিশোরদের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলো এবং তাদের জীবনের সুখ-দুঃখ-বেদনা উপলব্ধি করতে পারেন গভীরভাবে।