টিপুদের ডিটেকটিভ ক্লাব

৳ 130.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789842002625
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১১২
সংস্কার 1st Published, 2012
দেশ বাংলাদেশ

টিপু, মিজান, বখতিয়ার, জাহিদ, ইসমাইল, পিকলু, লাবণী ও নীলাঞ্জনা সহপাঠী। নিজ উদ্যোগে ওরা গড়ে তুলেছে ডিকেটটিভ কাব। সকলে মিলে ঠিক করল ফেয়ারওয়েলের দিন স্কুলে একটি নাটক মঞ্চায়ন করবে। কিন্তু নাটকের খাতাটি এক সময় হারিয়ে যায়। খাতাটি উদ্ধারের চেষ্টায় নেমে পড়ে সবাই। শুরু হয় শ্বাসরুদ্ধকর অভিযান। অনুসন্ধান করে ওরা পরে জানতে পারে হাতকাটা গনি ডাকাতই খাতাটি নিয়ে গেছে। নাটকের খাতাটি উদ্ধার করার জন্য জঙ্গলের পোড়াবাড়িতে গেলে গনি ডাকাত ওদেরকে আটকে ফেলে। সাহস এবং কৌশলের মাধ্যমে গনি ডাকাতকে পরাস্ত করে নাটকের খাতাটি উদ্ধার করতে সক্ষম হয় এই ক্ষুদে ডিটেকটিভের দল।

জন্ম ৩ রা জুলাই ১৯৭৩ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে। পেশা সাংবাদিকতা। বর্তমানে দেশের একটি জনপ্রিয় দৈনিক পক্রিকায় কর্মরত। মানুষের মনোজগৎকে তিনি জীবন্তভাবে ফুটিয়ে তোলেন তার লেখা উপন্যাস ও গল্পের চরিত্রগুলোতে। তিনি শিশু-কিশোরদের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলো এবং তাদের জীবনের সুখ-দুঃখ-বেদনা উপলব্ধি করতে পারেন গভীরভাবে।

জন্ম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে। সে দিনটি ছিল ১৯৭৩ সালের ৩ জুলাই। মাত-উন্তী বিবি, বাবা : জয়নুল আবেদীন। শ্রম, সাধনা, ইচ্ছাশক্তি ও একাগ্রতাই তাঁর লেখালেখি জীবন চালিয়ে যাবার মূলশক্তি। সংসারের অভাব-অনটনের জন্য অষ্টম শ্রেণীতেই তাঁর পড়াশোনার ইতি ঘটতে যাচ্ছিল। কিন্তু তিনি থামেননি। জীবন ঘষে আগুন জ্বালাবার ব্রত নিয়ে ছুটে চলেন এ শহর থেকে ও শহরে। স্নাতকোত্তর পর্যন্ত পড়তে তাঁকে টিউশনির ওপরই ভরসা করতে হয়। পেশা হিসেবে শুরু করেন সাংবাদিকতা। বর্তমানে বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত। মানুষের মনোজগৎকে তিনি জীবন্তভাবে ফুটিয়ে তোলেন তাঁর লেখা উপন্যাস ও গল্পের চরিত্রগুলোতে। তিনি শিশু-কিশোরদের ভালোলাগা-মন্দলাগার বিষয়গুলো এবং তাদের জীবনের সুখ-দুঃখ-বেদনা উপলব্ধি করতে পারেন গভীরভাবে। তাঁর লেখা উপন্যাস-গল্পের কাহিনী শিশু-কিশোর, তরুণ, বৃদ্ধ সবার হৃদয়ে নাড়া দেয়। আগামী প্রজন্মকে বাঙালির সংস্কৃতি, বিজ্হান, ইতিহাসের সঙ্গে পরিচয় ঘটিয়ে থাকেন তাঁর লেখার মাধ্যমে।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ