শান্তা, তিথি, শেফা, পিয়া, সুস্মিতা… সবাই পড়াশোনায় তুখোড়। বড় হয়ে কেউ হতে চায় বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কেউ খবরের কাগজের সম্পাদক, কেউ ডাক্তার, কেউবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বিল্পবী কন্যা। একদিন এক সাধুবাবার আশ্রমে গি য়ে দেখতে পায় ঘরভর্তি মানুষের কঙ্কাল ও ক’জন শিশুকে। এক সময় ওদের মনে সন্দেহ দানা বেঁধে ওঠে সাধুবাবা আসলেই কি কোনো আধ্যাত্মিক গুরু, নাকি মানুষের কঙ্কাল ও শিশু পাঁচারকারী? তারপর অ্যাডভেঞ্চারের নেশায় পেয়ে বসে ওদের। ছুটতে থাকে ওরা। চোখের সামনে ঘটতে থাকে শ্বাসরুদ্ধকর সব ঘটনা।
সাঈফ আবেদীন জন্ম ৩ রা জুলাই ১৯৭৩ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে। পেশা সাংবাদিকতা। বর্তমানে দেশের একটি জনপ্রিয় দৈনিক পক্রিকায় কর্মরত। মানুষের মনোজগৎকে তিনি জীবন্তভাবে ফুটিয়ে তোলেন তার লেখা উপন্যাস ও গল্পের চরিত্রগুলোতে। তিনি শিশু-কিশোরদের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলো এবং তাদের জীবনের সুখ-দুঃখ-বেদনা উপলব্ধি করতে পারেন গভীরভাবে।