লেখালেখিতে একজন লেখকের ক্ষণিকের ভুল যে একজন পাঠকের কতটুকু ক্ষতির কারণ হতে পারে তা এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। একজন পাঠক দেশের একজন জনপ্রিয় ও প্রভাবশালী লেখকের অন্ধ ভক্ত। লেখকের চরিত্রের মত করেই নিজের জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করে। ভীন্ন আঙ্গিকে লেখা উপন্যাসটি পাঠকের রুচি বদলে দেবে। ৫৬ পৃষ্ঠা বইটি অফসেট কাগজে ছাপা।