পৃথিবী জুড়ে রয়েছে কত জানা ও অজানা পাখি। তারা বহুভাবে মানুষকে আকৃষ্ট ও মুগ্ধ করে। পাখিদের জীবনযাত্রা জানার জন্য মানুষের রয়েছে অপার কৌতুহল ও প্রচেষ্টা। পাখি সব করে রব বইটিতে পাখি বিষয়ক মজার মজার সব কথা ছােটদের জন্য চমৎকারভাবে পরিবেশন করেছেন দেশের বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহমদ।