ফ্ল্যাপে লিখা কথা
এই কাব্যগ্রন্থটির কবিতাগুলো যখন রচিত হয়, বা কবিতার শব্দমালাগুলো মনের ভেতর প্রচ্ছন্নভাবে বিচরণ করছিলো, তখন আমার জীবন একটি সুক্ষ্মাতিসুক্ষ্ম সূতোর উপর দাঁড়িয়ে- একটু এদিক- ওদিক হলে একদিকে পৃথিবী থেকে বিদ্যায়, অন্যথা হলে পৃথিবীকে একদিকে পৃথিবী থেকে বিদ্যায়, অন্যথা হলে পৃথিবীকে প্রেম, ভালবাসা, মানব-মানবীকে হৃদয়ের গভীর থেকে দেখা, চেনা-জানার সুযোগ সম্প্রসারিত হওয়া, এমনি একটি মুহূর্তে অতি দ্রুততার সাথে স্বপ্ন-কল্পনারা যেভাবে আমাকে চালিত করেছে, ঠিক তাদের দেখানো পথ ধরেই কবিতা নামের এই কবিতাগুলো গ্রথিত হয়েছে। আসলে এগুলো কবিতাবাচ্যে বিবেচিত না হলেও, অকবিতা হিসেবে গণ্য হবে এতে কোন সন্দেহ নেই। কবিতা লেখা কঠিন কাজ জেনেও এপথেই হাঁটছিল দীর্ঘকাল, যে পথ একান্তই তাঁর নিজস্ব পথ, তাই হাঁটার পথ শেষ হয় না, হবে না। পাঠক, এই ছোট কাব্যগ্রন্থের মাঝে প্রকাশিত একটি কবিতা, বা একটি কবিতাংশ কিংবা একটি শব্দও যদি আপনার হৃদয়ের কথা, হৃদয়কে স্পর্শ করে, খুঁজে পান নিজেকে তাহলেই তাঁর অলস প্রহরের চিন্তা-ভাবনা সার্থক হবে।