“ছয় রঙের বাংলাদেশ” বইয়ের পিছনের কভারের লেখা:
আমাদের ছয় ঋতুর নিজস্ব রঙ-রূপ আছে। প্রতিটি ঋতুর পরিবর্তনের মধ্য দিয়ে এই রঙগুলাে দারুণ উপভােগ্য হয়ে ওঠে। এই পরিবর্তন যে শুধুমাত্র প্রকৃতিতেই ঘটে নয়, প্রকৃতির পালাবদলের সঙ্গে আমাদের মানসলােকেও অদৃশ্য পরিবর্তন ঘটে। সবকিছু মিলিয়ে আমাদের জীবনে প্রতিটি ঋতুর ছাপ অত্যন্ত গভীর ও নানামাত্রিক নাটকীয়তায় ভরা। এই গ্রন্থে আমাদের ঋতুভিত্তিক পরিবর্তনের অন্যতম অনুষঙ্গ বাংলার বিচিত্র ফুলের জগৎকে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি ঋতুর নিজস্ব ফুলগুলাে আলাদা করে দেখানাে হয়েছে। তার সঙ্গে আছে ছয় ঋতুর অনবদ্য বর্ণনা। এই গ্রন্থের মাধ্যমে একজন পাঠক খুব সহজেই প্রকৃতিকে চিনতে পারবেন, উপভােগ করতে পারবেন আমাদের চারপাশের পুষ্পজগতের বর্ণিল শােভা। আসুন, বঙ্গোদ্যানের ছয় ঋতুর রূপ-মাধুরী উপভােগ করা যাক।