দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ভারতীয় উপমহাদেশের তথা বিশ্বরাজনীতির চিত্র ফুটে উঠেছে এই জীবন সমীক্ষার ছায়ায়। পাশাপাশি মুক্তিযুদ্ধের বহুমাত্রিক ব্যাখ্যা ও বাস্তবতার এক অখ- দলিলও বলা যায় বইটিকে। যুক্ত হয়েছে দেশপ্রেমিকের হাহাকার, তীব্র যন্ত্রণাবোধের অকাট্য কথাগুলো।