ফ্ল্যাপে লেখা কথা
যদি ঘুম ভেঙে যায়
যদি স্বপ্ন টুটে যায়
যদি আশা ছুটে যায়
যদি প্রেম মুর্ছা যায়
একটি কাচের ন্যায়
তাতে তুমি কাঁদবে কি
নিরাশায় ভাঙবে কি
বেদনায় ঝরবে কি
নষ্ট করে অভিপ্রায়
মৌন করে জোছনায়
না না এমন কর না
ওগো সোনার অরুণা
ওগো রূপার বরুণা
নিষেধ দিচ্ছি তোমায়
সবুজ সাথির ন্যায়
যদি এই কথা মানো
নিরবে বিশ্বাস আনো
আমাকে আপন জানো
তবে শুনো শ্রীর ন্যায়
তুমি জয়া-বাংলায়