ফ্ল্যাপে লেখা কিছু কথা
চরম উত্তেজনায় সর্ব শরীর পিন পিন করে কাঁপছিলো আমার। এক ধরনের অভূতপুর্ব শিহরণ, বিদ্যুৎ চমকানোর মতো বয়ে যাচ্ছিলো আমার শিরা-উপশিরায়। আনন্দে আত্মহারা হয়েও যে মানুষ মরতে পারে, আমি তা উপলদ্ধি করছিলাম……
এই গোলাপটা আপনার জন্যে এনেছিলাম। একবার ভেবে দেখেছ কেমন ভয়াবহ হবে ভবিষ্যতের সময়টা? একটি পঙ্গু মানুষ…. কোনো কাজই করার ক্ষমতা থাকবে না….. ভেবেছি। অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। ফুলটা কি নেবেন?
দাও।
আমি ফুলটা নিলাম….