১৯৭১-এর ৭ মার্চ বাঙালির ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। কেননা এ দিনই আমাদের জাতির জনক জানান দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ আর মুখে মুখে উচ্চারিত হয়েছিল, ‘জয় বাংলা’, ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ এমন সব ঐতিহাসিক স্লোগান। দেশ ও জাতি উন্মুখ হয়েছিল নিজের মাতৃভূমির স্বাধিকারের দাবিতে। বইটি সেই দিনের ঘটনা থেকে শুরু করে কীভাবে বঙ্গবন্ধুর সেই অসামান্য ভাষণ বাঙালির কানে কানে রুদ্রের তরঙ্গ তুলেছিল্লতার ঘটনাবলী বহন করে। মূলত বইটি বাঙালির চেতনা ও গৌরবদীপ্ত ইতিহাসের দলিল।