১৮৬১ থেকে ১৯৪১ সাল। রবীন্দ্রনাথের আয়ুষ্কাল। এই আশি বছরের প্রায় পুরোটাই রবীন্দ্র-জীবনের গুরুত্বপূর্ণ কাল। অন্যদিকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ঘটনারও কাল উনিশ ও বিশ শতকের এই আটটি দশক। অধ্যাপক-গবেষক বদিউর রহমান এই পুরো আশি বছরকে সালওয়ারি তুলে ধরেছেন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। কিন্তু কেবল রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টির কথাই নয়, বরং এই আশি বছরের পৃথিবী ও বাংলাদেশের, সর্বোপরি বাংলা সাহিত্যের লেখক ও তাঁদের সৃষ্টিকর্মের হদিসও তিনি দিয়েছেন স্বল্প-পরিসরে। সংক্ষিপ্ত কিন্তু তথ্যপূর্ণ এই বইটি যে কোনো অনুসন্ধিৎসু পাঠকের জন্যই সংগ্রহযোগ্য।