পল বােমার । সতেরাে বছরের এক জার্মান কিশাের। জীবনে যখন রঙীন স্বপ্ন দেখার সময়, ঠিক তখনই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধে। ট্রেনিং ক্যাম্পের কঠোর পরিশ্রম, ওপরওয়ালার অপরিসীম দুর্ব্যবহার আর যুদ্ধের নারকীয় তাণ্ডবে অনুভব করল, হাজার বছরের সভ্যতাও মানুষের পশুত্বকে মুছে দিতে পারেনি। অনুভব করল, যুদ্ধের প্রথম বােমাটা ঠিক হৃদয়ের মধ্যেই পড়ে; গুঁড়িয়ে দেয় সমস্ত চেতনা আর মানবিক মূল্যবােধ।