সুদর্শনা জানে না, রাজার কাছে তার অভিমানের কোনও দাম নেই। তিনি চান নিঃশর্ত আত্মসমর্পণ। সুদর্শনাকে বলতে হয়, ‘আমার রাজা কেন আমার কাছে আসতে যাবে, আমিই তাঁর কাছে যাব।’ এ এক সাহসী নাটক। সুদর্শনাকে সত্যের মুখোমুখি হতে হয়েছে এবং সাহস ছাড়া তেমনটি হওয়া অসম্ভব। লেখক মনে করেন, এমন শিল্পোত্তীর্ণ নাটক সারা পৃথিবীতেই কম আছে।