রবীন্দ্রনাথ নিজের কবিতার বইয়ে যে সব ভূমিকা লিখেছেন, তা নিয়ে এই বই। কবিকে যদি তাঁর জীবনচরিতে খুঁজে পাওয়া না যায়, তাহলে কবিতাতেই খুঁজতে হবে। ভূমিকা লিখে কি কবি কবিতাকে পাঠকের কাছাকাছি নিয়ে যেতে পারেন ? যদি পারেন, তাহলে কবিতা লেখারই কোনও মানে হয় না। যদি না পারেন, তাহলে এই সব ভূমিকা কেন লেখা ?
সালেহা
চৌধুরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এক সময় গবেষণা সহকারী ও পরে লেকচারার হিসেবে কাজ করেন।
বাহাত্তর সালের সেপ্টেম্বর মাসে বিদেশে যান। জীবনের নানা কাজে ও জটিলতায় লেখার কাজ বেশ কিছুদিন বিঘ্নিত হলেও বর্তমানে তাঁর গ্রন্থসংখ্যা ৫৩। বিষয় : উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা, ছড়া, নাটক ও শিশুসাহিত্য।