“ভিখিরি ও রাজপুত্র” বইয়ের পিছনের কভারের লেখা:
ভিখিরি ছেলেটার নাম টম ক্যান্টি অন্যজন ইংল্যান্ডের রাজসিংহাসনের উত্তরাধিকারী, নাম এ্যাডওয়ার্ড টিউডর । দু’জনের জন্ম একই দিনে। বিস্ময়কর ব্যাপারটা হলাে দু’জন দেখতেও একই রকম। নিয়তির অদ্ভুত খেয়ালে একদিন দেখা হয়ে গেল দু’জনের। খেলার ছলে তারা নিজেদের পােশাক বদলে নিল। তারপর? বিছিন্ন হয়ে গেল পরস্পরের কাছ থেকে। ভিখিরি হয়ে গেল রাজপুত্র আর রাজপুত্র হয়ে গেল ভিখিরি । কী হবে এখন?