ফ্ল্যাপে লিখা কথা
নাম তার ঞ ।
ঞ? সেটা আবার কী?
সেই যে ক খ গ ঘ……
সেই ঞ!
ঞ হচ্ছে কিউকিউ গ্রহের বাসিন্দা।
তিন হাজার বছর ধরে সে আছে আমাদের এই পৃথিবীতে।
মন টানে তার নিজের বাড়ির জন্যে। কিউকিউ গ্রহের সবুজ আকাশ, হলুদ রঙের মেঘ আর কমলা রঙের পাহাড়ের সারির জন্যে । একদিন সেই ফোন করল নাটাইকে।
ক্লাস ওয়ানের নাটাই। রোল নম্বর ৩১ এর নাটাই।
কী বলল ঞ নাটাইকে?