“তিতুমীর” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
তিতুমীর সম্পর্কে তােমরা জান কি? ইংরেজদের জুলুম আর জবরদস্তির বিরুদ্ধে যে সব বীরেরা মাথা তুলে প্রাণ দিয়েছেন তিতুমীর তাঁদের একজন। এদেশের কৃষকদের উপর দেশীয় জমিদার ও ইংরেজরা নানা ধরনের অত্যাচার চালাতাে। আর এতে বাধা দেয়ায় তিতুমীর হয়ে উঠলেন তাদের দুশমন। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তিতুমীর তৈরি করলেন বাঁশের কেল্লা। সেই কেল্লা থেকে যুদ্ধ ঘােষণা করলেন বীরযােদ্ধা তিতুমীর।