আলী পরিবারের উদ্ভট উপাখ্যান
বেসিক আলী কার্টুন ষ্ট্রিপের প্রথম আত্মপ্রকাশ ‘প্রথম আলো’র উপসম্পাদকীয় পাতায় নভেম্বর ২০০৬-এ। প্রতিদিনের এই ষ্ট্রিপ কার্টুনের মূল বিষয় হচ্ছে পরিবার, বন্ধুত্ব এবং অফিস ঘিরে মজার মজার ঘটনা। বেসিক আলী হচ্ছে বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলী ও তাঁর স্ত্রী মলি আলীর বড় ছেলে। বেসিকের ছোট বোন নেচার আলী মেডিকেল কলেজের ছাত্রী এবং ছোট ভাই ম্যাজিক স্কুলের ছাত্র। বেসিকের ঘনিষ্ঠ বন্ধু আত্মভোলা হিল্লোল এরং বেসিকের হৃদকম্প হচ্ছে অফিস কলিগ রিয়া হক। এই বইটাতে বেসিক আলীর এক বছরের প্রকাশনার সংকলন করা হয়েছে।