ফ্ল্যাপে লিখা কথা
জগৎ-সংসারের প্রতি বতৃষ্ণ চলে এসেছে আজাদেরঅ। আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত।
হয়ে পড়েছে সে। নিজের কাছ থেকে পালিয়ে কে বাঁচতে পারে? আফ্রিকার মহাদেশ থেকে ইউরোপ মহাদেশ-কোথাও দু দণ্ড শান্তি পেল না সে। মাসছয়েক তার বিভ্রান্ত ভ্রমণের শেষে একদিন হোটেলে কামরায় টেলিফোনটা পাখির স্বরে ডেকে উঠল।
একে একে কাস্টমস পুলিশের হাতে ধরা পড়েছে আন্ডারওয়ার্ল্ড ডন যাপালার লোকাজন। কারও কাছে পাওয়া যাচ্ছে দশ কিলো হেরোইন, কারোও কাছে বারো কিলো। সব মিলিয়ে একশ চল্লিশ কিলোরও বেশি হেরোইন নিয়ে পড়ল অপরাধ চক্রের পাণ্ডারা। কে ফাঁসাতে চাইছে তাদের? এত হেরোইন সে পাচ্ছেই বা কোথায়? উদ্বেগহীন, শান্ত জীবনের খোঁজে এসে এক অভাবনীয় রহস্যের জালে জড়িয়ে পড়ল বাংলাদেশ কাউন্টার এসপিওনাজ এজেন্ট আজাদ।