ফ্ল্যাপে লিখা কথা
নিয়তি আর পুরুষকারের দ্বন্দ্ব মানুষের ইতিহাসের আদিলগ্ন থেকেই আমরা লক্ষ করি। মানুষ কি সর্বতোভাবে তার ভাগ্যের নির্মাতা, নাকি নিয়তির হাতে সে অসহায় ক্রীড়ানক? এবং যদি দুটোর মধ্যে অর্ধসত্য লুকানো থাকে তবে জীবনের প্রকৃত রূপ কি? তা কি সুখ ও আনন্দের ,নাকি ব্যথা ও বেদনার? প্রাচীন গ্রীক নাটকে আমরা ভাগ্যকে দেখি অপ্রতিরোধ্য , নিয়তি সেখানে সর্বশক্তিমান। যদিও তেমন মানুষের সাক্ষাৎও আমরা সেখানে পাই, যে মোটেই দুর্বল নয়। বুদ্ধি , সাহস ও মমত্ববোধে যে পরম গৌরবদীপ্ত। এইখানে প্রশ্ন উঠতে পারে যে ট্যাডেজি নাটক গুলো কি করে এত দীর্ঘকাল ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছে? সাহিত্যতত্ত্বের মহাগুরু এ্যারিষ্টটলের মতে গ্রিক ভাষায় মহত্তম ট্র্যাজেডি ‘রাজা ইডিপাস’-এর বিশ্লেষণাত্নক পর্যালোচনার মধ্যদিয়ে আমাদের কাছে উপরের সাধারণীকৃত উক্তিগুলি স্পষ্টতর হয়েছে। প্রায় আড়াই বছর পূর্বে সেই কালজয়ী নাটকটির বাংলা অনুবাদ বাংলা ভাষা-ভাষী পাঠকদের , বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিটক সমাদৃত হবে বলে আমরা আশাবাদী।