ফ্ল্যাপে লিখা কথা
আনজীর লিটন। ছড়াকার। আশির দশকের শুরুতে হাতেখড়ি। যেসব ছড়াকারের হাতে ছড়া নতুন ব্যঞ্জনা সৃষ্টি করেছে, নতুন বাঁকে পথ খুঁজেছে, গতানুগতিক পথ ভেঙে নতুন পথ নির্মাণ করেছে আনজীর লিটন সেইসব সৃষ্টিশীল ছড়াকারদের একজন। মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশের শিশুসাহিত্যের দশক ফেরার অভিজ্ঞতায় তিনি স্বীয় সৃষ্টির শক্তিতে নির্মাণ করতে সক্ষম হয়েছেন নিজস্বধারা। ছোটদের কাছে যেমন তেমনি বড়দের কাছেও তিনি সমান জনপ্রিয়। ছোটদের মনোজগত তার চেনা। ছোটদের মতো করে বলতে চান সমাজের নানা ঘটনার কথা। বিষয় নির্বাচনে আছে আধুনিকতা। এটাই তার ছড়ার প্রধান আকর্ষণ, প্রধান শক্তি এবং মূল ভিত্তিভূমি। বাংলা ছড়াসাহিত্যের আধুনিক বিষয় হিসেবে কম্পিউটারকে সফলভাবে ছড়ায় ব্যবহার করে তিনি প্রমাণ করেছেন কম্পিউটার বিষয়ক ছড়া রচনায় তিনিই প্রথম। বক্তব্য, ছন্দে কারুকাজ, সমকালীন ঘটনা, উপস্থাপন রীতি এসব বিষয় মানদণ্ড হিসেবে বিবেচনায় রেখে প্রকাশিত হলো ছড়াগ্রন্থ ইঁদুর বিড়ালের টক শো।