লেখক পরিচিতি
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্সসহ এমএ। বর্তমানে সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক।
ফ্ল্যাপে লিখা কথা
নিঃসঙ্গঁ কারাগারে শেখ হাসিনার ৩৩১ দিন গ্রন্থটি বাইরে থেকে বসে লেখা। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবি গ্রন্থণা করে এটা প্রস্তুত করা হয়েছে। ১৬ জুলাই ২০০৭ থেকে ১১ জুন ২০০৮ পর্যন্ত বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, কারাবাস, অসুস্থতা, হাসপাতালে চিকিৎসা কোর্টের মামলা এবং তাঁর জেলজীবনের দুঃখ-কষ্টের কথা যা তখন বাইরে বসে দেশবাসী প্রত্যক্ষ করেছে সেসবই দিনলিপি আকারে এ-গ্রন্থে তুলে ধরা হয়েছে। এ গ্রন্থ সময়ের সাক্ষী হয়ে থাকবে। শেখ হাসিনার আদর্শ ও সাহসিকতার এই সংগ্রাম রাজনীতির ইতিহাসে আজ এক অধ্যায় হয়ে আছে। শেখ হাসিনা সবসময় সোচ্ছারকণ্ঠে বলেছেন, ‘আমি কোন অন্যায় করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা-উদ্দেশ্যপূর্ণ ও ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে শুধুমাত্র হেয় প্রতিপন্ন করার জন্য। দন্ড দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেবার জন্য।’ কথাগুলো যে সত্য তা পরবর্তীতে প্রমাণিত হয়েছে তিনি নতি স্বীকার করেননি। প্রমাণ করেছেন তিনি নির্দোষ। যারা তাঁকে গ্রেফতার করেছিল, তারা তাঁকে মুক্ত করতে বাধ্য হয়েছে। যারা মামলা দায়ের করেছে তারাও সেসব মামলা প্রত্যাহার করে স্বীকার করেছে অবস্থার কারণে তারা এসব মামলা করতে বাধ্য হয়েছিল। এ থেকে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সত্যবাদী, নীতিবান ও আদর্শময়ী নেত্রী থেকে আজ রাষ্ট্রনায়ক ব্যক্তিত্ব। বিশ্বনেতার মর্যাদায় তিনি সবার কাছে নন্দিত। আর এর পেছনে রয়েছে দেশের মানুষ এবং মানুষের ভালোবাসা।