লেখক পরিচিতি
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্সসহ এমএ। বর্তমানে সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক।
ফ্ল্যাপে লিখা কথা
নারীর ভুবন একটি তথ্য ও অভিজ্ঞতাসমৃদ্ধ গ্রন্থ। বেবী মওদুদ পেশায় একজন সাংবাদিক। এক্ষেত্রে তিনি একজন নারী হিসেবে পথিকৃৎ। একজন রিপোর্টার হিসেবে নানা ধরনের লেখায় পারদর্শী হলেও, ‘নারী’ বিষয়টি ছিল তাঁর কাছে প্রথম ও আকর্ষণীয়। বাংলাদেশের নারী বিষয়ে তিনি অনর্গল কথা বলতে পারেন। মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও তিনি একজন প্রথম সারির নারীনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। রোকেয়া ও সুফিয়া কামালের আদর্শে নিজেকে গড়েছেন। নারীর ভুবন গ্রন্থে তিনি প্রধানত এদেশের নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার পুরুষ নিয়ন্ত্রণ করেছে ধর্ম, পেশিশক্তি দ্বারা। এই পুরুষতান্ত্রিকতার তিনি বহুরূপ তুলে ধরেছেন লেখায়। নারীকে পুরুষ পণ্য হিসেবে প্রতিষ্ঠা করে থাকে, তাকে যৌনসঙ্গী ছাড়া আর কিছু ভাবতে চায় না। সংসার সমাজ ও সভ্যতা গড়ে তোলার পেছনে নারীর অবদানকে তিনি গভীরভাবে উল্লেখ করেছেন। ইতিহাসে- নারী অধ্যায়টি খুবই দুর্বল ও অস্পষ্ট। কেননা ইতিহাসপ্রণেতা পুরুষ। নারীর জীবন, জীবনের গভীরতা, নিজেকে মেলে ধরার প্রচেষ্টা, মেধা-মনন-শ্রম-সাধনায় ঘরে-বাইরে প্রতিষ্ঠিত হবার দুর্দান্ত এক সংগ্রামকে তিনি তুলে ধরেছেন। নারীর ভুবন অত্যন্ত সরল ভাষায় লেকা এদেশের নারীর জীবনচিত্র।