ফ্ল্যাপে লিখা কথা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হিসেবে অভিহিত করা হয়েছে। বাংলাদেশ রাষ্ট্র, বাঙ্গালি জাতি এবং এ ভূখন্ডে বসবাসকারী আদি জাতিগোষ্ঠী সমূহের কাছে তিনি রাষ্ট্রের স্থপতি ও জাতির পিতা হিসেবে গৃহীত হয়েছেন। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ে তাঁর বলিষ্ঠ ও সাহসী নেতৃত্ব ইতিহাসে তাঁকে অমর করে রাখবে। তিনি বাংলাদেশ ও এর জাতিসমূহকে যে সম্মানজনক মর্যাদায় আসীন করে গেছেন তার কোনে তুলনা হয়েনা। কিন্তু তারপরও তিনি কারো কারো ঈর্ষার কারণ হয়ে আছেন। যদিও কোনো রাজনৈতিক নেতাই ভুলত্রুটির উর্ধ্বে নন, বঙ্গবন্ধুও নন। কিন্তু তাঁর সমালোচকদের বেশির ভাগই ঈর্ষাপরায়ণ ও নিন্দুক। আবার স্তাবক হিসেবেও কেউ কেউ আছেন। এর কোনোটিই বঙ্গবন্ধুকে বুঝতে সহায়ক হবার নয়। বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা ও লেখালেখি চলছে, চলবে নিরন্তরভাবে। সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় লেখা বঙ্গবন্ধুর ওপর বিভিন্ন প্রবন্ধ ও নিবন্ধ নিয়ে বর্তমান সংকলটি উপস্থাপিত হয়েছে। বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতির বেশ কিছু দিক এতে ফুটে উঠেছে। বঙ্গবন্ধুর একটি দুর্লভ ভাষণ এবং শেষ হাসিনার একটি স্মৃতি বিজড়িত লেখাও স্থান পেয়েছে। এসব লেখা বঙ্গবন্ধুকে নানাভাবে বুঝতে সাহায্য করবে।