ফ্ল্যাপে লিখা কথা
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার অভ্যন্তরে নানা সমস্যা পুঞ্জীভূত হয়ে আছে। এ নিয়ে জনগণের মধ্যে যথেষ্ট ক্ষোভ, হতাশা এবং সমালোচনা দীর্ঘদিন থেকে চলে আসছে। মহাজোট সরকার একটি শিক্ষানীতি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। উদ্যোগও লক্ষ করা যাচ্ছে। এটি বাস্তবায়ন করার ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে। সেইসব সমস্যা অতিক্রম করা গেলে আশা করা যায় যে, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মধ্যে কিছু গুণগত পরিবর্তন সাধিত হবে। দেশে শিক্ষাব্যবস্থা নিয়ে অধ্যাপক মমতাজউদ্দীন পাটোয়ারী গত শতকের আশির দশক থেকেই লেখালেখি করছেন। তাঁর বেশকিছু বই এরই মধ্যে আমাদের এবং অন্যান্য প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। বর্তমান গ্রন্থে দূরশিক্ষণ বিষয়টি প্রাধান্য পেয়েছে। বিষয়টি সরকার, বিভিন্ন সংস্থা এবং জনগণের কাছে আকর্ষণীয় হবে বলে আমরা বিশ্বাস করি।