ফ্ল্যাপে লিখা কথা
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ড. ফখরুদ্দীন আহমদের সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আগমন, দুই বছরের দেশশাসন, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ঘটনাবলি বেশ তাৎপর্য বহন করে। এই পর্বের যেমন সাংবিধানিক ভিত্তি নেই, তেমনি এর উত্থানের পেছনের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের হীন ষড়যন্ত্র, রাষ্ট্রক্ষমতায় ফিরে আসার দুর্দমনীয় বাসনা ও অপচেষ্টা জড়িত ছিল। সে কারণে ফখরুদ্দীনের ক্ষমতাগ্রহণটি জনগণ এবং আন্দোলনকারী রাজনৈতিক শক্তিদ্বারা সমর্থিত হয়েছিল। তবে ক্ষমতাগ্রহণের পর সরকারের ভেতরে ও বাইরে কতিপয়মহল দেশে রাজনৈতিক সংস্কারের নামে বিরাজনীতিকরণের এজেন্ডা বাস্তবায়নের উদ্যোগ নেয়। ভুলভাবে তা করতে গিয়ে তারা নিজেরা ব্যর্থ হয়, ফখরুদ্দীন আহমদকে ব্যাপক সংকটে ফেলে দেয়। নির্বাচন নিয়ে নানা সংকট তৈরি হয়। শেষপর্যন্ত বাংলাদেশ নির্বাচনের পথে ফিরে আসে। ফখরুদ্দীন আহমদের সেনা-সমর্থিত সরকারের সবচাইতে বড় সাফল্য হিসেবে একটি বিবেচিত হয়ে থঅকবে। সেই সময়ের নানা ঘটনা নিয়ে অধ্যাপক মমতাজউদ্দীন পাটোয়ারী যেসব কলাম পত্রপত্রিকায় লিখেছিলেন তার অংশবিশেষ নিয়ে এই গ্রন্থ।