ফ্ল্যাপে লিখা কথা
৪ দলীয় জোট নবম জাতীয় সংসদ নির্বাচনকে সম্মুখে রেখে বিচারপতিদের বয়সবৃদ্ধি, নির্বাচন কমিশনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়ন, প্রশাসনে দলীয়করণ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি অপতৎপরতা চালায়। আওয়ামী লীগ ৪ দলীয় জোটের এসব উদ্দেশ্য বুঝতে পেরে বৃহত্তম ঐক্য গড়ে তোলে। গঠিত হয় ১৪ দলীয় ঐক্যজোট। ১৪ দল ২৩ দফার সংস্কার উপস্থাপনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করে। ৪ দলীয় জোটের প্ররোচনায় উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৪ দলীয় জোটের ইচ্ছাপূরণের নীলনকশার নির্বাচনে এগিয়ে যান। শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। ১/১১ সৃষ্টি হয়। ঐ সময় বিভিন্ন পত্রপত্রিকায় অধ্যাপক মমতাজউদ্দিন পাটোয়ারী যেসব লেকা লিখেছিলেন তাতে ঘটনার তাৎক্ষণিক বাস্তবতা ফুটে উঠেছে। ২০০৬ সালকে বুঝতে ও জানতে এই গ্রন্থটি রাজনীতিবিদ, গবেষক, ছাত্রছাত্রী ও বোদ্ধা পাঠকদের বিশেষভাবে সহায়ক হবে।