যে কোনো দেশের বা সমাজের মানুষদের নিজের দেশ বা সমাজের অতীত অবস্থা সম্পর্কে জানার আগ্রহ থাকা স্বাভাবিক। এই আগ্রহ থেকেই গড়ে উঠেছে ইতিহাসচর্চা। কিন্তু ইতিহাস কেবল অতীতের রাজা-রাজড়াদের রাজ্য জয় কিংবা শাসন-ক্ষমতা দখরের কাহিনী নয়। অতীতের অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ইত্যাদি নানা বিষয় আজ ইতিহাসের অন্তর্ভুক্ত। তাই অতীতের সঙ্গে বর্তমানের বন্ধনের স্বরূপ যেমন ইতিহাসে ধরা পড়ে তেমনি তা প্রসারিত হয় বর্তমানকে অতিক্রম করে ভবিষ্যতের দিকেও। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি সে দেশটির ইতিহাসের পরিচয় তুলে ধরার জন্যই কথাসহিত্যিক সুব্রত বড়ুয়া লিখেছেন “আমাদের এই বাংলাদেশ”। এই ইতিহাসের কোন পাঠ্যপুস্তক নয়- সহজ, সরল ও অনাড়ম্বর গদ্যে রচিত এক অনন্য ইতিকাহিনী। এ বই জিজ্ঞাসু মানুষদের জন্য, সবার জন্য।