সেলিনা হোসেন রচিত একাত্তরের ঢাকা একটি সংকলন গ্রন্থ। শুরু হয়েছে ১৯৭১ সালের ১ লা মার্চ থেকে। শেষ হয়েছে বিজয় দিবসের পরে বধ্যভূমি আবিষ্কার এবং লেখকের নানা স্মৃতিচারণের মাধ্যমে। একাত্তরের নয় মাসে কত কি ঘটেছে তার নানা ধরণের বিবরণ আছে এ বইয়ে। ২২টি শিরোনামে তিনি বিভিন্ন বিষয় এনেছেন। তার মধ্যে উল্লেখ যোগ্য যেমন: মার্চের পচিশ দিন: পাকিস্তান সরকার বনাম বঙ্গবন্ধু সরকার। প্রতিরোধ, আগুন ও ফুলকি। গেরিলা অপারেশন। শান্তি কমিটি রাকাকার আল-বদর আল শামস। ১৬ ডিসেম্বর, আত্মসমর্পণ ও বিজয়। ইত্যাদি। সে এক অবিস্মরণীয় সময় ছিল বাংলাদেশের মানুষের জীবনে। গণমানুষ স্বাধীনতার লক্ষ্যকে জীবনের বিনিময়ে বরণ করেছিল। তার জন্য ত্যাগ স্বীকারে কোনো কুণ্ঠা ছিল না। সেজন্যই কিছু সংখ্যক রাজাকার আলবদরের বিরোধিতা মানুষ ভাসিয়ে দিয়েছে রক্তের স্রোতে। সেই অবিস্মরনীয় সময়কে বৃথা যেতে দেয়নি বাংলার মানুষ। স্বাধীনতা অর্জন এমনই সেখানে কারো অবদান খাটো করে দেখবার নয়। স্বাধীনতার জন্য দেশের প্রতিটি মানুষই যোদ্ধা। প্রজন্ম থেকে প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এ ঋণ। এ বইয়ে সে সময়ের ঢাকার কথা তুলে এনেছেন লেখক। সে অর্থে এ বই সময়ের চিত্র। ইতিহাসের উপাদান।