ফ্ল্যাপে লিখা কথা
রেজ অভ অ্যাঞ্জেলস সিডনি শেলডনের সবচেয়ে জনপ্রিয় এবং সাড়াজাহানো উপন্যাসগুলোর একটি। এ গল্পের নায়িকা জেনিফার পার্কার নিঃসন্দেহে শেলডনের অন্যতম সৃষ্টি। সুন্দরী, বুদ্ধিমতি এবং অপ্রতিরোধ্য জেনিফার উঠে এসেছে এক ধ্বংসস্তুপ থেকে। সে পেশায় উকিল। ওকালতি করার প্রথম দিনেই এক ষড়যন্ত্রের শিকার হল জেনিফার যা তার গোটা জীবন বদলে দেয়। দুই প্রচণ্ড শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তি ভালোবাসেন জেনিফারকে তাঁদের একজন আমেরিকার প্রেসিডেন্ট, অপরজন দুর্ধর্ষ এক মাফিয়া সর্দার। জেনিফারকে কেন্দ্র করে গড়ে ওঠে প্রেম-দ্বন্দ্ব-সংঘাত-ষড়যন্ত্রের এক আশ্চর্য গতিশীল কাহিনী। যা পাঠকদের ধরে রাখে চুম্বকের মত।