ফ্ল্যাপে লিখা কথাb
আবৃত্তি চর্চার জন্য খুব লেখালেখি হয়নি এখনো । দুই বাংলায় হাতে গোনা অল্প কয়েকটি আবৃত্তি বিষয়ক বই। কোনো একটি শিল্প যখন বিশেষ ব্যবপকতা পায় তখন সে-বিষয়ে বিস্তর লেখালেখি দরকার। প্রশিক্ষণ দিতে গিয়ে আবৃত্তি বইয়ের অভাবটা তীব্রভাবেই ধরা পড়ে। আবৃত্তি তো হাতে কলমে শিখিয়ে দেয়ার মতো বিষয় নয়, তবু একটা স্বচ্ছ ধারণা তো চাই-আর সে জন্যই ‘আবৃত্তি ভাবনা’ বইটি। আবৃত্তি করতে গিয়ে কেউ কেউ খুব বেশি আবেগভেজা কণ্ঠ ব্যবহার করেন, কেউ খুব চিৎকার করেন , কেউ বা নাভিমূল থেকে জলদগম্ভীর কণ্ঠস্বর বের করার চেষ্টা করেন, কেউ বা কেউ ছন্দের তোয়াক্কা করেন না , কবিতার মুল ভাব থেকে সরে যান, কোনো কোনো শব্দে অহেতুক তীব্র শ্বাসাঘাত স্বরাঘাত ব্যবহার করেন। কারো কারো কটু উচ্চারণে কবিতার রসই পাল্টে যায় এসব বিপত্তি খুব খানে লাগে। না জেনে না বুঝে কেবল কণ্ঠনির্ভর আবৃত্তি করেন কেউ কেউ। যারা সত্যি সত্যি স্বতপ্রণোদিত হয়ে আবৃত্তি করতে চান, তাঁদের আবৃত্তি ভাবনার খোরাক যোগাবার জন্যই এই বই।