সালাদীন মূল নামের সংক্ষেপায়িত কলমী (Pen) নাম। জন্ম ১৯৩৪ইং নােয়াখালী জেলার সুধারাম থানার প্রত্যন্ত অঞ্চল। বাটইয়া গ্রামে। পিতা ছিলেন লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী। কংগ্রেস খেলাফত ও স্বদেশী আন্দোলনে সক্রীয়ভাবে অংশগ্রহণসহ দেশ বন্ধু চিত্তরঞ্জন দাসের ঘনিষ্ঠ সহকর্মী এবং বঙ্গীয় আইন পরিষদের উচ্চ কক্ষের সদস্য (M.L.C)। মা ছিলেন অত্যন্ত ধর্ম পরায়ণ এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা। দৃশ্যত: রক্ষণশীল হলেও মেয়েদের শিক্ষার প্রতি ছিলেন দারুন আগ্রহী। ব্রিটিশ আমলেই বড় মেয়েকে কলকাতার লেডি ব্রেবাের্ণ কলেজে ভর্তি করাতে কুণ্ঠিত হননি। এরকম ধর্মভীরু ও উদার নৈতিক মিশ্র রাজনৈতিক পরিবারে লেখকের বাল্য ও কৈশাের কাটে। যা তার ভবিষ্যৎ জীবন-দর্শন গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখে। ইউসুফ খান দীর্ঘদিন যাবৎ ব্যস্ততম ব্যাংকিং পেশায় নিজেকে নিয়ােজিত রেখেও কাজের ফাঁকে ফাঁকে অবসরে লেখালেখির অঙ্গনে বিচরণ করছেন। তিনি মূলতঃ অর্থনীতি, ব্যাংকিং ও প্রবাসী রেমিটেন্স বিষয়ক প্রবন্ধ লিখে থাকেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিনগুলােতে ইতােমধ্যে প্রকাশিত তার প্রবন্ধসমূহ এ গ্রন্থটিতে সন্নিবেশিত করা হয়েছে। প্রথম প্রকাশিত বই বৈদেশিক মুদ্রা ও বাংলাদেশের অর্থনীতি। পরবর্তীতে তার আরাে দু’টি বই যথাক্রমে ‘প্রবাসী রেমিটেন্স, সমস্যা ও সম্ভাবনা এবং রেমিটেন্স আহরণে দেশে দেশে প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সােনালী ব্যাংকে কর্মরত থাকাকালীন তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রস্থ সােনালী এক্সচেঞ্জ লসএঞ্জেলেস শাখার চীফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেশের অন্যতম বে-সরকারি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কর্মরত। পেশাগত প্রয়ােজনে তিনি বহু দেশ ভ্রমণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করার সুবাদে তিনি ওই দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক ও সংস্কৃতিবিষয়ক হালচাল নিজের চোখে অবলােকন করেছেন। একটি প্রচণ্ড ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান যে কতটা সুদৃঢ় সে বিষয়েও তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এছাড়া তিনি আমেরিকায় বসবাসরত অভিবাসীদের সাথে গভীরভাবে মেলামেশা করার সুযােগ পেয়েছেন এবং খুব কাছে থেকে তাদের দুঃখ-কষ্ট অনুভব করেছেন। আমেরিকায় তার লব্দ জ্ঞান ও অভিজ্ঞতা যা খুবই তথ্যবহুল সেগুলাে এ গ্রন্থে তিনি খুব সহজ ও প্রাঞ্জল ভাষায় পাঠক সমাজের নিকট তুলে ধরেছেন । গ্রন্থটি নিছক কোন ভ্রমণ কাহিনী নয় । পাঠক সমাজ বইটিতে আমেরিকার অর্থনীতি, রাজনীতি ও সামাজিক অবস্থা সম্পর্কে প্রচুর বস্তুনিষ্ঠ তথ্য পাবেন। বিশেষ করে স্বপ্নের দেশ আমেরিকায় আমাদের প্রবাসী বাংলাদেশীদের জীবন যে কতটা কষ্টের ও সংগ্রামবহুল সে বিষয়েও এই গ্রন্থটিতে আলােকপাত করা হয়েছে। মােট ৩১টি নিবন্ধের সম্মিলনে এই গ্রন্থটি রচিত হয়েছে যা দেশে ও বিদেশে পাঠক সমাজের নিকট সমাদৃত হবে বলে দৃঢ় বিশ্বাস ।
লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →