ফ্ল্যাপে লিখা কথা
তাল লয় ছন্দ আর শব্দের গাঁথুনিতে একটি ছড়া তার অবয়ব পায়। ছন্দের এক সুকুমার শিল্প এই ছড়া। নানা শিল্পীর হাতে ভাস্কর্য যেমন নানা অবয়ব খুঁজে পায় তেমনি ছড়াকার ভেদে চিন্তার অভিজ্ঞতার মিশেলে ছড়াও হয়ে উঠে বহুমাত্রিক বর্ণিল এবং ছন্দকাড়া। ছড়াকে এমনি শোভনরূপে যারা এঁকেছেন তাদের একজন আনজীর লিটন। ‘৮০ দশকের শুরুতে আনজীরের হাতেখড়ি। যেসব ছড়াশিল্পীর হাতে সময়ের ঘাত-প্রতিঘাতে ছড়া নতুন ব্যঞ্জনা সৃষ্টি করেছে, নতুন বাঁকে পথ খুঁজেছে, গতানুগতিক পথ ভেঙে নতুন পথ নির্মাণ করেছে আনজীর লিটন সেইসব সৃষ্টিশীল ছড়াশিল্পীদের একজন। বাংলাদেশে ছড়া আজ যাদের হাতে নতুন করে পত্রপল্লবে শোভিত হয়েছে আনজীর তাদের অন্যতম এক কুশীলব। তার নির্মাণ প্রক্রিয়ায় ছড়া বিষয়ে, আঙ্গিকে, ছন্দে তালে এক নতুন ভেঙ্গেছেন, অতিক্রম করেছেন এবং ছড়াকে করেছেন আধুনিক বৈচিত্র্যপূর্ণ। তাই আজ গুণবিচারী পাঠক ছড়া এবং ছড়াশিল্পী বলতে একনামে যাকে চেনেন তিনি আনজীর লিটন। তার বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর ‘বাড়ি কই বাড়ি নাই’- সময়ের এক সফল অবয়ব।