“কম্পিউটার শিক্ষার সহজ পাঠ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
কম্পিউটার এক অভাবনীয় বিস্ময়ের বস্তু ছােটদের কাছে। প্রচন্ড কৌতূহলেরও। অথচ তাদের হাতে কম্পিউটার তুলে দেবার মতাে মানসিকতা আমাদের কারুরই নেই। কারণ, আমাদের বদ্ধমুল ধারণা- ছােটরা কম্পিউটার ব্যবহার করতে পারে না। বিবর্তিত মানসিকতার পরিক্রমায় সেই বােধ প্রগাঢ়ভাবে বাসা বেঁধেছে ছােটদের মধ্যেও। ফলে বড়াে হবার সাথে সাথে এই বােধের প্রাবল্যে কম্পিউটারের প্রতি অতি সাধারণ আগ্রহটুকু হারিয়ে ফেলছে তারা। কিন্তু যদি ছােটদের মধ্যে এই বােধ জাগরিত করা যায়- কম্পিউটার আসলে কঠিন কিছু নয়। সাধারণ নিয়মগুলাে জানা থাকলে, অতি সাধারণমাত্রার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরাও পরম আস্থার সাথে সুষ্ঠুভাবে কম্পিউটার ব্যবহার করতে পারবে।
কম্পিউটারের প্রতি ছােটদের যে প্রাথমিক কৌতূহল আর আগ্রহ রয়েছে- সেটা ধরে রাখা খুবই জরুরী। এই কাজে এগিয়ে আসতে হবে প্রতিটি সচেতন মা-বাবা এবং সংশ্লিষ্ট সবাইকে। অবশ্য এজন্য চাই একটি সর্বসাধারণের গ্রহণযােগ্য বই। বাজারে কম্পিউটারের উপর অনেক ধরণের বই পাওয়া যায়। এগুলাের প্রায় প্রতিটিই বেশ ভাল মানের। তবে বেশিরভাগ বই-ই সাধারণ ব্যবহারকারী বা ছােটদের জন্য ততােটা উপযােগী নয়। প্রাসঙ্গিকভাবেই সেগুলাে সর্বসাধারণের কাছে কঠিন বলে মনে হয়।
আমার এই বইতে কম্পিউটারের আপাত কঠিন বিষয়গুলােকে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা করেছি। শুধু ছােটরা নয়- বড়ােরা- অর্থাৎ যারা এখনও পর্যন্ত কম্পিউটার স্পর্শ করে দেখেননি তারাও এই বই পড়ে অনায়াসে কম্পিউটার অপারেট করতে পারবেন। কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলােকে ছবির সাহায্যে উপস্থাপন করা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড নামক সফটওয়্যারটিকে সাধারণের বােধগম্য অবস্থায় বুঝানাের চেষ্টা করেছি। প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে নির্বাচিত প্রশ্ন। উক্ত প্রশ্নগুলাের উত্তরদানের মাধ্যমে একজন ব্যবহারকারী নিজেই নিজের মূল্যায়ন করতে পারবেন।
পরিশেষে আমাদের সবার কামনা- কম্পিউটার বিষয়ে সকলের দৃষ্টিভঙ্গি উদার হােক, সবার মধ্যে কম্পিউটার শেখার প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হােক। বিশেষ করে ছােটদের মধ্যে থেকে কম্পিউটার ভীতি দূর হয়ে গিয়ে এই জাতীয় দৃঢ় মানসিকতা জন্ম নিক- ‘আমি একাই কম্পিউটার চালাতে পারবাে’- তাহলেই আমাদের সকল পরিশ্রম সার্থক হবে।