ফ্ল্যাপে লেখা কিছু কথা
বিশ্বব্যাপী পানির সঙ্কট আর জলীয় প্রতিবেশের অবক্ষয় নিয়ে লিখিত এই বইটি।আঞ্চলিক ও বিশ্ব প্রেক্ষাপটে পানিসম্পদের অতিব্যবহার ও দূষণ এই অমূল্য সম্পদকে ঠেলো দিয়েছে এক অনিশ্চিত গন্তব্যে।মানব-হস্তক্ষেপজনিত কারণে জলীয় প্রতিবেশের অবক্ষয় চিত্র আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। পানির আন্তরসাদৃশ্য কন্টকময় সমস্যাসমূহ মানবজাতিকে ঠেলে দিচ্ছে সংঘাতময় পরিস্থিতির দিকে।প্রকট আকার ধারণ করছে পানীয় জলের অভাবে।দূষিত হচ্ছে সাগর-মহাসাগর, নদী-খালবিল ও বিভিন্ন পানির আধার।বিপন্ন হচ্ছে প্রজাতি ও ইকোসিস্টেম।ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজ ছাড়াও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য পানির চাহিদা বাড়ছে।এজন্য কী মানের ও কী পরিমাণের পানি পাওয়া যাবে তার ওপর ব্যাপক গবেষণা হওয়া প্রয়োজন। প্রয়োজন সুষ্ঠু পানিসম্পদ ব্যবস্থাপনা-দেশীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে। বইটি বিশেষভাবে সব ধরনের পাঠকের জন্য বোধগম্য করে লেখা।পানিসম্পদ ও তার ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষজ্ঞ বা গবেষণা পর্যায়ে লিখিত হয়নি বইটি। বইটিতে পানিসম্পদের ভীতিকর অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়েছে এবং পানিসম্পদের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে আলোকপাত করা হয়েছে।