“বাংলা বানান ও ভাষারীতি” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বাংলা ভাষায় লেখার সময় প্রধানত দু ধরনের ভুল হয়ে থাকে।
১. বানানের ভুল এবং ২. সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণজনিত ভুল।
বলা বাহুল্য লেখালেখির সময় এ দুটি বিষয়ে সচেতন না থাকার ফলে এ ধরনের ভুলভ্রান্তি লেখার সৌন্দর্য নষ্ট করে। অথচ বাংলা ভাষা নির্ভুলভাবে প্রয়ােগ করা আমাদের সকলের কর্তব্য। এ কর্তব্য যথাযথ পালনের জন্য বানান নির্ভুলভাবে লিখতে হবে, বানান একরকম রাখতে হবে এবং সাধু, ও চলিত ভাষারীতির দূষণীয় মিশ্রণ পরিহার করতে হবে। এই কাজগুলাে ঠিকমত করার জন্য দরকার বানানের নিয়মকানুন জানা এবং সাধু ও চলিত ভাষারীতির বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত থাকা।
বাংলা বানান ও ভাষারীতি’ বইটিতে বাংলা ভাষার সম্ভাব্য ভুলভ্রান্তির এ দুটি বিশেষ দিক সম্পর্কে বিস্তারিত আলােচনা স্থান পেয়েছে। বানানের সমস্যা ও তার সমাধান দেখাতে গিয়ে বানানের নিয়মকানুন সম্পর্কে আলােকপাত করা হয়েছে। বানানে সমতা বিধানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যেসব নিয়ম চালু করেছে তার সবগুলােই এ বইয়ে উল্লেখ করা হল। এতে বানানে সমতা বিধানের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে ধারণা করা যাবে এবং এ থেকে নির্ভুল বানান লেখার জন্য প্রয়ােজনীয় দিকনির্দেশনাও লাভ করা সম্ভব হবে। অনদিকে বাংলা গদ্যে সাধু ও চলিত ভাষারীতির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলােচনা করা হয়েছে। এই আলােচনা থেকে সাধু ও চলিতরীতির পার্থক্য নির্ণয় করা সহজ হবে। লেখার সময় দুই রীতির মিশ্রণ যাতে না ঘটে সে ব্যাপারে সচেতন থাকা যাবে। বাংলা এখন পৃথিবীতে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে চতুর্থ-স্থানীয় ভাষা। বাংলা আমাদের রাষ্ট্রভাষা। বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহারের প্রয়ােজনীয়তা ও উপযােগিতা সম্পর্কে এখন সন্দেহের কোন অবকাশ নেই। তাই বাংলা ভাষা নির্ভুলভাবে ব্যবহার করে এর মর্যাদা সমুন্নত রাখতে হবে।