গ্যালিলিও বিশ্বের সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী। বিজ্ঞানের অনেকগুলো বড় বড় আবিষ্কার তাঁর হাত দিয়ে কিংবা তাঁর অনুসন্ধানের সূত্র ধরে ঘটেছে। তাঁর কয়েকটি আবিষ্কার মানুষের পুরনো চিন্তার ভিত নাড়িয়ে দিয়েছে। এজন্য সমকালে তাঁকে গির্জা ও পুরোহিতদের দ্বারা লাঞ্ছিত ও নির্যাতিত হতে হয়। কিন্তু তাতেও তাঁর জ্ঞানের সাধনা থেমে থাকে নি। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সত্যানুসন্ধানের সংগ্রামে গ্যালিলিওর জীবন আজ সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে জাতিধর্ম নির্বিশেষে বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে আসছে। ভবিষ্যতেও করবে। মূলত কিশোরদের জন্য অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হলেও, গ্যালিলিওর এই ছোট জীবনী-পুস্তকটি সব বয়সী সাধারণ পাঠকদেরই মহান এই বিজ্ঞানীর আবিষ্কার ও জীবন-সাধনার তাৎপর্য বুঝতে মোটামুটি সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। বিজ্ঞানের তথ্যকে এ বইয়ে যথাযথভাবে ও প্রয়োজনীয় যুক্তি-ব্যাখ্যাসহ তুলে ধরা হয়েছে।