নিষিদ্ধ প্রেম

৳ 150.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপ
নিষিদ্ধ প্রেম সম্পূর্ণ কাল্পনিক উপন্যাস হলেও এতে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এক কঠোর বাস্তব চিত্র ফুটে উঠেছে। সে সময় দেশে ছিল অন্ন বস্ত্রের হাহাকার। প্রত্যেকের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তাহের তার ব্যতিক্রম ছিল না। বয়সে তাহের ছিল তরুণ। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। ঠিক তখন সে একটি গোপন দলে প্রবেশ করে। অনেকের মতো তাহেরও স্বপ্ন দেখতো এদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। সমাজে শোষণ বঞ্চনা থাকবে না। ধনী দরিদ্রের ব্যবধানও থাকবে না। প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করবে। বিনিময়ে রাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সবকিছু পাবে। তাহেরের মনে হতো সে যেন হাতে স্বর্গ পেয়েছে। দলের প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে। তার গুরুত্ব বৃদ্ধি পায়। গোপন সভায় তার ডাক পড়ে। অধ্যয়নের জন্য তাকে চেয়ারম্যান মাও সে তুংয়ের লাল বই দেয়া হয়। ‘লাল বই’ শুনে তার মনে হয়েছিল লাল রংয়ের কোনো বই। সমাজতন্ত্র সম্পর্কে তার কিছুটা ধারণা হয়। সে নামাজ পড়তো। আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করতো। উর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে মেলামেশা করার সুযোগে সে জানতে পারে ধর্ম বিশ্বাস হলো কুসংস্কার। প্রেম-ভালোবাসা হলো পেটি-বুর্জোয়া ভাবধারা। দলে প্রেম ভালোবাসা নিষিদ্ধ। মানুষও একটি জড় পদার্থ। শুরু হয় তাহেরের চিন্তা জগতে ঝড়। দলের আদর্শ সম্পর্কে সন্দেহ প্রকাশ কিংবা গোপন তথ্য ফাঁস করার পরিণাম ছিল নিশ্চিত মৃত্যু। তাহের জীবনকে ভালোবাসতো। রিনি নামে একটি মেয়েকেও ভালোবাসতো। সমাজতন্ত্রকে সে ঘৃণা করতে শুরু করে। তবে কারো কাছে সে প্রকাশ করতো না। রাসেল ছিল তাহেরের ঘনিষ্ঠ বন্ধু। উভয়ের চিন্তা ছিল ভিন্ন। প্রভাবশালী লোকের সন্তান রাসেলের কাছে সমাজতন্ত্র ছিল জীবনের শ্রেষ্ঠতম আদর্শ। দলে তার উন্নতি হতে থাকে। ভুল বুঝিয়ে সে রিনিকে দলে ভেড়ায়। এতে তাহেরের উদ্বেগ বৃদ্ধি পায়। সে ভেবে দেখতে পেলো চালে ভুল হয়ে গেলে সে চিরদিনের জন্য রিনিকে হারাবে। কৌশলে সে রিনির সঙ্গে যোগাযোগ রক্ষা করে। একটির পর একটি অপ্রত্যাশিত ঘটনার ঢেউয়ে তাহের ও রিনি ভাসতে থাকে। জাল দলিল করে রাসেল রিনিদের জমি দখল এবং তাকে বিয়ে করার আয়োজন করে। রিনি একটি চিরকুট পাঠিয়ে তাহেরকে ঘটনা অবহিত করে। দেবদূতের মতো তাহের হাজির হয়। তার হাতে অস্ত্র। রাসেলও সশস্ত্র। একে অন্যের গুলিতে উভয়ে ঝাঝরা হয়ে যায়। রিনিও গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ রিনি ও তাহের একে অন্যের প্রতি রক্তাক্ত হাত বাড়িয়ে দেয়। দু‘জনের দু’টি হাতের মিলনের মধ্য দিয়ে তাদের জীবন প্রদীপ নিভে আসে।

লেখক পরিচিতি

সাহাদত হোসেন খান ১৯৫৬ সালের পহেলা মে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাটাবাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং নরসিংদী কলেজ থেকে দ্বিতীয় বিভাগে প্রথম হয়ে স্নাতক শ্রেণীতে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আন্তর্জাতিক বিষয়ের উপর তার আগ্রহ সহজাত। সেই আগ্রহ থেকে তিনি আন্তর্জাতিক ও ঐতিহাসিক বিষয়ে নিয়ে বহু বই লিখেছেন। সাংবাদিকতা তাকে এ বিষয়ে যথেষ্ট সহায়তা করেছে। তিনি একজন পেশাদার সাংবাদিক। ১৯৮৭ সালে তাঁর সাংবাদিকতায় প্রবেশ। দৈনিক দিনকাল, দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাকসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাব ও বাংলা একাডেমির সদস্য। ঢাকা সাংবাদিক ইউনিয়নে তিনি চার বার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

প্রখ্যাত লেখক এবং সাংবাদিক সাহাদত হোসেন খান বাংলাদেশের মিডিয়াপাড়ার একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘকাল ধরে সাংবাদিকতা করে চলেছেন। ১৯৮৭ সালে দৈনিক দিনকাল দিয়ে সাংবাদিকতা পেশা শুরু করেন তিনি। এরপর দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাকসহ একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে তিনি চারবার দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে জাতীয় প্রেসক্লাব এবং বাংলা একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গুণী এ লেখকের জন্ম ১৯৫৬ সালের ১লা মে। নরসিংদীর মনোহরদী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি। স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা এবং নরসিংদী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন। সাহাদত হোসেন খান এর বইয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট অধিক স্থান পায়। দীর্ঘকালের সাংবাদিকতা ক্যারিয়ার আন্তর্জাতিক বিষয়াবলীর প্রতি তাকে আকৃষ্ট করে তোলে যা তার লেখালেখিকেও প্রভাবিত করেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি, পলাশী থেকে একাত্তর, ক্রুসেড, স্বাধীনতা উত্তর ট্র্যাজেডি মুজিব থেকে জিয়া, অটোমান সাম্রাজ্যের উত্থান, স্নায়ুযুদ্ধ, এডলফ হিটলার, মু্ক্তিযুদ্ধের ১৬ জন সেক্টর কমান্ডার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর যুদ্ধাপরাধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি, ক্রুসেড, কাশ্মীর টু জেরুজালেম, কারবালা, প্রাচীন মিশর, ২৬৭ দিনের মুক্তিযুদ্ধ, পঞ্চাশ মুসলিম বীর, রোমান সাম্রাজ্য, রোমান থেকে বাইজান্টাইন, স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার, মোগল সাম্রাজ্যের সোনালী অধ্যায়, আক্রান্ত মুসলিম বিশ্ব, ইসলামের দিগ্বিজয়, মোগল সাম্রাজ্যের পতন, বিশ্বের আলোড়িত বিশটি ঘটনা, অটোমান সাম্রাজ্যের পতন, ভারতের রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ, সুলতান সোলেমান, আজকের বিশ্ব রাজনীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব, পার্বত্য উপজাতিদের আদিনিবাস, কেন এলো জরুরি অবস্থা, খোলাফায়ে রাশেদীন, ক্লিওপেট্রা, সংঘাতের আবর্তে উপমহাদেশ, সমকালীন বিশ্ব রাজনীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ীদের যুদ্ধাপরাধ, ট্রয় থেকে ইরাক দুনিয়া কাঁপানো যুদ্ধ, আন্তর্জাতিক রাজনৈতিক বিরোধ, ইরাকে মার্কিন আগ্রাসন, দেশ বিদেশের রাজনৈতিক ঘটনা, ধর্ম সমাজ ও রাজনীতি, অটোমান সাম্রাজ্য, বিশ্ব রাজনৈতিক সংকট, নিষিদ্ধ প্রেম, পরিচয়, পাশ্চাত্যে ইসলাম ভীতি, নিষ্পাপ প্রেমের মৃত্যু, টুক্কা মুন্সীর একান্ত ঘর, বিশ শতকের সেরা বিশ, নিষ্কলঙ্ক বধূ, দেশে দেশে গণহত্যা, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের পরিণাম, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, অখণ্ড ভারত কায়েমের স্বপ্ন-সহ অনেক বই তিনি লিখেছেন এবং টোয়াইলাইট, দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান বই ২টি অনুবাদ করেছেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ