“আবাস” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এরা কেউই অচেনা নয়। আকাদেমি, রবীন্দ্রসদন কি শিশিরমঞ্চে বহুবার এদের দেখেছি আমরা । আজও দেখি। এদের নাম পালটায়, চেহারা বদলে যায়, কিন্তু মূল চরিত্রটা মােটামুটি অভিন্ন। অনেক স্বপ্ন, অনেক উচ্চাশা নিয়ে এরা আসে। এক ছাদের নীচে জড়াে হয়, মহলা চালায়, রাত্রিদিনের পরিশ্রমে, যাবতীয় সম্বল উজাড় করে, এমন-কি ধারদেনা পর্যন্ত করেও এরা মঞ্চের উপর তুলে ধরে নিজেদের স্বপ্নের চেহারাটাকে। কখনও নাম হয়, কখনও হয় না। কখনও কল-শাের দৌলতে হাতের মুঠোয় চলে আসে নতুনতর স্বপ্ন, কখনও স্বপ্নভঙ্গের ব্যর্থতায় ফাঁকা হতে থাকে মহলাকক্ষ। এদের চলতি নাম গ্রুপ-থিয়েটার। গ্রুপ-থিয়েটারের এই স্বপ্ন আর স্বপ্নভঙ্গের চেহারা নিয়েই সমরেশ মজুমদারের এই তাজা স্বাদ উপন্যাস। শুধু বাইরের সমস্যার দিকই নয়, ভিতরের চাপা ও অমােঘ যেসব ঘাত-প্রতিঘাতের ফলে দলগুলি ভেঙে টুকরাে হয়ে যায়, তার ছবিটিও, কয়েকটি সুপরিচিত চরিত্রের আদলে, ভারি বিশ্বাসযােগ্য করে এঁকেছেন তিনি।