লেখক পরিচিতি
আবুল পাকির জয়নুলাবদিন আবদুল কালাম জন্ম গ্রহণ করেন ১৯৩১ সালে, ভারতের তামিল নাড়ু রাজ্যোর রামেশ্বরমে। তার অল্প শিক্ষিত পিতা ছিলেন নৌকার মালিক। প্রতিরক্ষা বিজ্ঞানী হিসেবে ক্যারিয়ার শুরু করেন কালাম এবং পরবর্তী সময়ে অসামান্য অবদানের জন্য ভারতে সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার ‘ভারতরত্ন’ অর্জন করেন। এই পরমাণু বিজ্ঞানী ব্যক্তিগত জীবনে দৈনিক ১৮ ঘন্টা কাজ করেন, এবং বীণা বাজাতে পারেন চমৎকার। তিনি ছিলেন চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি অ্যান্ড সোসাইটাল ট্রান্সফর্মেশনের অধ্যাপক। ড. কালাম ভারতের ১১তম রাষ্ট্রপতি ছিলেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ ও ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোর-এর ভিজিটিং প্রফেসর এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর।