“ওয়ারলক” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
প্রাচীন মিশরের উপর ভিত্তি করে লেখা উপন্যাস রিভার গড এবং দ্য সেভেন স্ক্রৌল-এর ধারাবাহিকতায় ওয়ালক একটি অ্যাডভেঞ্চার উপন্যাস হিসেবে আবির্ভূত হয়েছে ।
প্রিয়তমা রাণী লসটিসের মত্যর পর টাইটা ধর্মীয় আচার রীতি শেষে তাকে সমাহিত করে। তারপর দুঃখে ও শােকে অসুস্থ হয়ে পড়ল, নিজেকে সে আফ্রিকার নিষিদ্ধ মরুভূমিতে। নির্বাসিত করে পুরোপুরি সন্ন্যাসি হয়ে যায় । বছরের পর বছর সে অতিপ্রাকৃতিক রহস্যের সাধনায় নিজেকে নিবেদিত করে এবং পর্যায়ক্রমে নিজেকে পরিণত করে ওয়ারলক-এ। এখন টাইটা অসীমের রহস্য সমাধানকারী। বিশাল মরুর নির্বাসিত জীবন থেকে মানব জগতে ফিরে এসে ভয়াবহ একটি ষড়যন্ত্র ও পরিস্থিতির মুখােমুখি হয় সে, যা মিশরের রাজ সিংহাসন ঘিরে বিরাজ করছে। রাজকুমার নেফারকে ধ্বংস করে দিতে চায়-যে কিনা রাণী লসট্রিসের নাতি।
যুদ্ধ, ষড়যন্ত্র, প্রেম এবং লােভের আবরণে ঢাকা শুভ-অশুভের আবর্তে চরিত্রসমূহকে উইলবার। স্মিথ আপন রঙ-এ রাঙিয়েছেন প্রাচীন মিশরের আলােকে।