“ওমের্তা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
মারিও পূজো
দরিদ্র এক সিসিলিয়ান ইমিগ্র্যান্ট পরিবারে জন্ম নেন মারিও পূজো ১৯২০ সালের ১৫ অক্টোবরে। গ্র্যাজুয়েশন করেন নিউইয়র্ক সিটি কলেজ থেকে। বেশির ভাগ বইতে উঠে আসে নিজস্ব সংস্কৃতি। মার্কিন বিমানবাহিনীতে যােগ দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধে এশিয়ায় এবং জার্মানিতে দায়িত্ব পালন করেন। ১৯৫৫ সালে প্রথম বই দ্য ডার্ক এরিনা’ প্রকাশিত হয়। সবচেয়ে বিখ্যাত বই ‘দ্য গডফাদার’ প্রকাশিত হয় ১৯৬৯ সালে। শেষ বই ‘ওমের্তা’। ওমের্তা’ বইটি লিখতে তার প্রায় সাড়ে তিন বছর লেগেছিল। পরে চলচ্চিত্রায়িত হয় বইটি। পূজো মারা যান ১৯৯৯ সালের ২ জুলাই।