ফ্ল্যাপে লেখা কিছু কথা
রমণীয় নয় সংকলিত প্রবন্ধের বই। জাতীয় সামাজিক-পারিবারিক-রাষ্ট্রীয়-সাংস্কৃতিক-অর্থনৈতিক-রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া অন্যায়, অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া, প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি সংকলিত প্রবন্ধগুলোর বিষয়। মানুষ হয়েও সামাজিকীকরণের অভিঘাতে নারীবাচক নিগ্রহে জর্জরিত নারীসমাজের সকল অমর্যাদা, অবমূল্যায় ও দুর্ভোগের জন্য দেশ-জাতি-রাষ্ট্র-সমাজ ও পরিবার একদিকে যেমন দায়ী তেমনি অন্যদিকে সার্বিকভাবে ক্ষতিগ্রন্থ। নারী সমাজের প্রতি নিগ্রহ, নির্যাতন, অন্যায়, অবিচার ঘটতে থাকলে দেশ-সমাজ-পরিবারের প্রগতি ও উন্নয়ন ঘটতে পারে না। এই লক্ষ্যে জনমত গঠনের জন্য নারী প্রেক্ষিতের পটভূমিকায় লেখার তাৎক্ষণিক আবেদন হয়ে উঠেছে সর্বকালীন ও সার্বজনীন। সকল বিত্তের ও শ্রেণীর নারীর মাতৃত্ব, গার্হস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, স্বনির্ভরতা, আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমঅধিকার, সাংবিধানিক অধিকারের সঙ্গে অন্যান্য আইনের অসঙ্গতি, পারিবারিক আইনের বৈষম্য, রাজনৈতিক সংস্কৃতিতে নারীর সমতা বিরোধ আচরণ, ফতোয়া, ধর্মান্ধতা ইত্যাদি বিষয়ে লিখেছেন বাংলাদেশের নারী আন্দোলনের নেত্রী মালেকা বেগম। এই বই ভিন্ন চিন্তা বা মতের সমাজ-গবেষক ও নারীর মানবাধিকার আন্দোলনের কর্মীদেরও ভিন্নমত চর্চার সুযোগ করে দেবে।