“নজরুলের ছোটগল্প সমগ্র “বইটির প্রসঙ্গ কথা:
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) বাংলাদেশের জাতীয় কবি। তিনি সর্বসাধারণের কাছে বিদ্রোহী কবি নামে অধিক পরিচিত। ব্রিটিশ সাম্রাজ্যের দুঃশাসনে পরাধীন এ দেশের মানুষ যখন চরমভাবে নিপীড়িত, নির্যাতিত এবং পরাধীনতার নাগপাশ থেকে দেশকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলন করছিল সেই সময়ে কবি কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটে। ঐ সময় কবির ‘বিদ্রোহী’, ‘প্রলয়ােল্লাস’, ‘খেয়া পারের তরণী’ ইত্যাদি কবিতা ‘শিকল-পরা ছল মােদের এ শিকল-পরা ছল’, ‘দুর্গম গিরি কান্তার মরু প্রভৃতি গান উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ও পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তিযােদ্ধাদের উজ্জীবিত করে ও প্রবলভাবে অনুপ্রেরণা যােগায়।
সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান স্মরণীয় হয়ে আছে। এই অসাধারণ প্রতিভাবান কবি স্বীয় মেধা ও মননের মাধ্যমে স্বল্পতম সময়ে তাঁর সৃষ্ট কবিতা, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধশালী। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে (১৯১৯-১৯৪২) সর্বাধিক (তিন হাজারে অধিক) গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম। এছাড়া অসংখ্য কবিতা, ১৮টি গল্প, ৩টি উপন্যাস, নাটক, প্রবন্ধ ও আলােচনা লিখেছেন। কবি ও সংগীতস্রষ্টারূপে তিনি বিপুল জনপ্রিয়তা ও খ্যাতি পেয়েছেন। তিনি একাধারে সংগীত-রচয়িতা, সুরকার, সংগীত-প্রশিক্ষক, সংগীত পরিচালক ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক খ্যাতিমান সংগীত পরিচালকের বাধা উপেক্ষা করে চলচ্চিত্রে তাঁর সংগীত পরিচালক হিসেবে কাজী নজরুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক। নজরুল তাঁর সাহিত্যে হিন্দু ও ইসলাম ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, দেশাত্মবোেধ, স্বাধীনতা সংগ্রাম চিন্তা, সকল কিছু এক ঐক্যসূত্রে গ্রথিত করেছেন। তিনি হিন্দু-মুসলমান-খ্রিস্টান-জৈন-বৌদ্ধ-শিখ ও পারসিক ধর্মসম্প্রদায়-নির্বিশেষে সকল মানুষের অন্তরে প্রবেশ করে তাদের অন্তর্জীবনের ব্যথাবেদনাকে ও বহির্জীবনের সমস্যাকে ভালবাসা দিয়ে অনুভব করেছেন।
কাজী নজরুল ইসলামের ছােটগল্পের বই তিনটি—ব্যথার দান’, ‘রিক্তের বেদন’ ও ‘শিউলিমালা’। ব্যথার দান’ প্রকাশ করে মােসলেম পাবলিশিং হাউস, কলেজ স্কোয়ার, কলিকাতা, ১৩২৮ বঙ্গাব্দে। দু’বছর পর প্রকাশিত হয় রিক্তের বেদন। প্রকাশ করে ওরিয়েন্টাল প্রিন্টার্স এন্ড পাবলিশিং লিমিটেড, হ্যারিসন রােড, কলিকাতা। ১৩৩৮ বঙ্গাব্দে ‘শিউলিমালা প্রকাশ করে ডি. এম. লাইব্রেরি, ৬১