“রং তামাশা ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কোথায় যেন থমকে গেছে দুরন্ত দুপুর। আজ কোথাও আর বাজে উড়ন্ত নূপুর । বনে বনে হয় না এখন পলাশ ফুলের মেলা মৌমাছিরা আর করে না দিন বদলের খেলা। লাল পাপড়ির ছায়ার তলে আর ওড়ে না টিপ যৌবনে আর হয় না যুবক একটু রােমান্টিক। রাজপথে নেই সেই আগেকার উধ্বমুখি হাত সূর্যমুখীর সুর কেড়ে নেয় জনম দুখির রাত। আত্রাই আর আমাজন আজ একটি পথে চলে একটি গুরুর শিষ্য হয়ে এই পৃথিবী জ্বলে। মেঘহারা সব মেঘ বালিকা অন্ধ হয়ে ছােটে। হাজার বছর পার হয়ে যায় ফুল ফোটে না ঠোটে। পান্থশালার উৎসবে আজ নেই ওড়িশি-নাচ বরফ স্নাত লাল পানিতে অন্য রকম আঁচ।