ফ্ল্যাপে লিখা কথা
এই সাহিত্যকোষে ইংরেজি সাহিত্যের অনার্স মাস্টারস পর্যায়ের ছাত্রদের অবশ্য প্রয়োজনে সাহিত্যিক শব্দ, পদ ও তত্ত্ব যেমন আলোচিত হয়েছে তেমনি কিছু অপেক্ষাকৃত স্বল্প পরিচিত নতুন তত্ত্ব ও তথ্যও সংযোজিত হয়েছে। আমার আন্তরিক বিশ্বাস এটি আমাদের ছাত্র-ছাত্রীদের কাজে আসবে বলে মনে করি। অন্যরাও হয়তো দ্রুত রেফারেন্সের জন্য এর উপযোগীতা লক্ষ্য করতে পারেন। ইংরেজি সাহিত্যকোষ বইটি সবার প্রয়োজন হলেও হাতের কাছে বাংলা ভাষার এই জাতীয় গ্রন্থের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের একাধিক সহকর্মী আমাকে গ্রন্থটি রচনা করতে উৎসাহ দেন। এদের মধ্যে বাংলা বিভাগের ড. মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া এবং ইংরেজি বিভাগের প্রফেসর ড. এস এম জাকির হোসেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া বাংলা একাডেমীর মহাপরিচালক, এক কারের ইংরেজি সাহিত্যের একজন কৃতি ছাত্র ও বর্তমানের বাংলা সাহিত্যের একজন কৃতি কবি জনাব ড. রফিকুল ইসলাম এবং আমার প্রক্তন ছাত্র বাংলা একাডেমীর উপ-পরিচালক, কবি মুহম্মদ নূরুল হুদা আমাকে বইটি রচনা করতে শুধু উৎসাহ নয়, প্রায়ই আন্তরিক তাগিদ দিয়েছেন হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিঘা। ড. ডি সি হাজারী-রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
অধ্যাপক কবীর চৌধুরী
জাতীয় অধ্যাপক