প্রতিটি রাষ্ট্রেই বিপ্লব কিংবা গণআন্দোলনের একটি ক্রান্তিলগ্ন আছে। বাংলাদেশ কিংবা সেদিনের পূর্ব পাকিস্তানের সমাজজীবনেও তেমনই একটি ক্রান্তিকাল এসেছিল। সে সময়টা ছিল বাঙালির আত্মউপলব্ধি ও বিকাশের সুবর্ণ সময়। ইকবাল আজিজ তাঁর উপন্যাসে সেই সময়টিকে খুঁজে ফিরেছেন। উপন্যাসের প্রধান চরিত্র জাহাঙ্গীর প্রতিমুহূর্তে একটি মানুষই হতে চেয়েছিল, হয়তো সমাজ ও রাষ্ট্রের ঘটনাপ্রবাহ তাকে একটি অন্ধকার পটভূমিতে দাঁড় করিয়েছে। কিন্তু শেষ মুহূর্তেও মা ও মাতৃভূমির কল্যাণচিন্তাই তার জীবনের গভীরে এক অনিবার্য মাতৃমুক্তির মন্ত্র হয়ে উচ্চারিত হয়েছে।